
শেরপুর প্রধান ডাকঘর থেকে সঞ্চয়পত্রের অর্থ তুলে এর মধ্যে ১০০০ টাকার ৫৩টি জাল নোট পেয়েছেন এক নারী। দীর্ঘদিনের সঞ্চিত অর্থ তুলে সেগুলোর মধ্যে বিপুল পরিমাণ নোট জাল পাওয়ায় চরম হতাশায় মুষড়ে পড়েন তিনি।
সদর উপজেলার গোনই মোমিনাকান্দার বাসিন্দা শাহিনা বেগম গত ৭ অক্টোবর তার মেয়াদ পূর্তি হওয়া সঞ্চয়পত্রের দুই লাখ ৬৯ হাজার টাকা তোলেন। সেই টাকার বান্ডিলে ১০০০ টাকার ৫৩টি নোট ছিল জাল।
গতকাল সোমবার (১৩ অক্টোবর) টাকা নিয়ে শেরপুর শহরের উত্তরা ব্যাংকের একটি শাখায় জমা দিতে গেলে জাল টাকাগুলো ধরা পড়ে।
উত্তরা ব্যাংকের ক্যাশিয়ার মাহবুবুর রহমান বলেন, “সেই নারী ব্যাংকে টাকা জমা দিতে এলে মেশিনে ১০০০ টাকার ৫৩টি জাল নোট ধরা পড়ে। এ কারণে আমরা টাকা জমা নিতে পারিনি।”
এদিকে শেরপুর প্রধান ডাকঘরের পোস্টমাস্টার নূর কুতুব আলম বলেন, “যে সেকশনে ঘটনাটি ঘটেছে, আমরা সেই সেকশনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছি। ঘটনাটি পাঁচ দিন আগে ঘটলেও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। এ ব্যাপারে তারাই পরবর্তী সিদ্ধান্ত নেবেন।”
শীর্ষনিউজ