Image description

সিরাজগঞ্জে পার্শ্ববর্তী জেলা বগুড়ায় বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে চলন্ত বাসে এক ধর্ষণের শিকার হয়েছেন স্কুলছাত্রী। এ ঘটনায় সাকিব হাসান(২৮) নামে অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে ওই চালককে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে স্কুলছাত্রী তার এক বন্ধুর সঙ্গে সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে ‘আর কে ট্রাভেলস’ নামে একটি বাসে বগুড়ার উদ্দেশে রওনা হয়। বাসটি বগুড়া শহরের প্রবেশের আগে চালক সাকিব এবং অন্য পরিবহন শ্রমিকরা ওই ছাত্রীর বন্ধুকে ভয়ভীতি দেখিয়ে বাস থেকে নামিয়ে দেয়। এরপর চলন্ত বাসেই চালক সাকিব ওই ছাত্রীকে ধর্ষণ করে। 

 
এরপর বিকেলে চালক সাকিব মেয়েটিকে নিয়ে ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে পরিবহনের অন্যান্য শ্রমিকরা বিষয়টি টের পান এবং মেয়েটিকে উদ্ধার করেন। তবে এর পরপরই ‘আর কে পরিবহনে’র কাউন্টারের দায়িত্বে থাকা অন্য শ্রমিকরা অভিযুক্ত চালক সাকিবকে চড়-থাপ্পড় দিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন। 

এরপর ওই শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে তড়িঘড়ি করে আরেকটি বাসে করে সিরাজগঞ্জের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়া হয়। তবে অভিযোগ পেয়ে বগুড়া জেলা পুলিশ অভিযুক্ত চালকসহ জড়িতদের গ্রেপ্তার এবং ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান চালিয়ে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে অভিযুক্ত সাকিবকে গ্রেপ্তার করে। এ বিষয়ে জানতে চাইলে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, খবর পাওয়ার পরপরই অভিযুক্তদের গ্রেপ্তারে এবং ভুক্তভোগী স্কুলছাত্রীকে উদ্ধারে পদক্ষেপ নেয়া হয়। আমরা অভিযুক্ত বাসচালককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এ বিষয়ে আমাদের একাধিক দল কাজ করছে বলেও জানান তিনি। 

আরটিভি