Image description
 

বগুড়ার শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আবুল কালাম বিশ্বাস নামের এক জামায়াত নেতা নিহত হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম বিশ্বাস সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সিমলা বিশ্বাসপাড়া গ্রামের বাসিন্দা। তিনি রায়গঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির।

নিহতের বোনজামাই খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আবুল কালাম বিশ্বাস বগুড়ায় জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির কর্মসূচি শেষে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। ছোনকা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

 

শেরপুর হাইওয়ে ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. আজিজুল ইসলাম বলেন, ছোনকা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা লাগলে গুরুতর আহত হন আবুল কালাম বিশ্বাস। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।