Image description

কক্সবাজার আদালতে নজিরবিহীন চুরির ঘটনা ঘটেছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদের খাস খামরা (চেম্বার) থেকে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন, মানিব্যাগ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (১২ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১টার মধ্যে।

এই ঘটনায় বিচারকের পক্ষে আদালতের বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, বিচারক আদালত পরিচালনার সময় খাস খামরায় রাখা ব্যাগ থেকে দুটি মোবাইল ফোন চোর চুরি করে নিয়ে যায়। এ ছাড়া মানিব্যাগের মধ্যে থাকা এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং বিচারকের গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্রও হাতিয়ে নিয়েছে চোর চক্র।

চুরি হওয়া মোবাইলের মধ্যে একটি আইফোন ১৪, অপরটি ভিভো-১২। চুরিকৃত মোবাইলের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ ৪০ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ও মামলার বাদী সাইদুল ইসলাম। তিনি বলেন, আদালত চলাকালীন বিচারক নিয়মিতভাবে মোবাইল ও মানিব্যাগ খাস খামরায় রাখেন। রোববারও একই নিয়ম অনুসরণ করেছিলেন। স্যার যখন এজলাসে ওঠেন, সেই সময় সুযোগ নিয়ে কৌশলে অজ্ঞাত চোর খাস খামরায় প্রবেশ করে দুটি মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়। এটি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক ঘটনা।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. ফারুখ হোসেন বলেন, বিচারকের মোবাইল ও মানিব্যাগ চুরির ঘটনায় মামলার রুজু করা হয়েছে। চুরি হওয়া মোবাইল উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।