
রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বাংলাদেশে গুম হওয়া ব্যক্তিদের নিয়ে তৈরি একটি ডকুমেন্টারি সম্পর্কে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, এর চেয়ে মর্মান্তিক কিছু হতে পারে না। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল জাহেদস টেইক-এ এসে এ প্রসঙ্গে কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আমাদের নিজেদের প্রিয়জনের মৃত্যু কষ্টকর নিঃসন্দেহে, কিন্তু গুম তার চেয়েও বীভৎস অভিজ্ঞতা।
তিনি আরো বলেন, ‘ডকুমেন্টারিটি একটি সরকারি উদ্যোগে গঠিত গুম তদন্ত কমিশনের রিপোর্টের ভিত্তিতে তৈরি হয়েছে। এটি ঘণ্টাখানেক দৈর্ঘ্যের।’ তিনি সবাইকে এটি দেখার আহ্বান জানান।
জাহেদ উর রহমান বলেন, ‘শেখ হাসিনার সবচেয়ে বড় অপরাধ দুর্নীতি নয়, বরং বিচারবহির্ভূত হত্যা, গুম, কাস্টডিয়াল টর্চার ও গায়েবি মামলা। এসব ঘটনায় রাষ্ট্র ক্ষমতা ও আইনের অপব্যবহারের মাধ্যমে রাজনৈতিক বিরোধীদের দমন করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমাদের একটি বিল্ট-ইন সিস্টেম আছে যেখানে ধীরে ধীরে মানুষেরা এমনকি নিজেদের সন্তানের মৃত্যুকেও গ্রহণ করে নেন। তবু গুম বা অনিশ্চয়তায় পড়লে পরিবার কখনোই নিশ্চিত হতে পারে না যে প্রিয়জন সত্যিই মারা গেছেন কি না।
তিনি মনে করেন, এই ইতিহাসকে সংরক্ষণ করা উচিত এবং ভবিষ্যতে যেন কোনো সরকার এ ধরনের অপকর্ম করতে না পারে, সেজন্য সক্রিয় প্রতিবাদ ও সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
জাহেদ বলেন, ‘বাংলাদেশ মগের মুল্লুক হতে পারে না। গায়ের জোরে ক্ষমতা ধরে রাখার সংস্কৃতি বন্ধ করতেই হবে।