Image description
 

আগামী ডিসেম্বরেই শুরু হতে যাচ্ছে বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ক্রিকেট টুর্নামেন্টের পরবর্তী আসর। সরকারের পক্ষ থেকে আয়োজনে সবুজ সংকেত পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখন প্রস্তুতি নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই জনপ্রিয় লিগ আয়োজনের জন্য।

শনিবার (১১ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে টুর্নামেন্টের সদস্য সচিব ও বিসিবি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানান, চুক্তি ও শর্ত অনুযায়ী অন্তত পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত হয়েছে। এই দলগুলো নিয়েই এবারের আসর আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি।

তবে আয়োজক প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পাওয়া যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ‘আইএমজি’র সঙ্গে এখনো আনুষ্ঠানিক চুক্তির কাজ সম্পন্ন হয়নি বলে জানান তিনি।

নতুন মৌসুমে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেটের মাঠে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নতুন ভেন্যু হিসেবে রাজশাহী বা বরিশালের নামও বিবেচনায় আছে বলে জানান মিঠু।

সময়সূচি প্রসঙ্গে তিনি বলেন, “গত তিন-চার দিন আগেই বিপিএলের গভার্নিং কাউন্সিল গঠন করা হয়েছে। এত অল্প সময়ে আমাদের প্রথম সিদ্ধান্ত ছিল—এ বছর বিপিএল আয়োজন করা সম্ভব কি না। আনন্দের সঙ্গে জানাতে চাই, ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে বিপিএল অনুষ্ঠিত হবে।”

ফ্র্যাঞ্চাইজির সংখ্যা নিয়ে তিনি আরও বলেন, “আগের সব দলের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। নতুনভাবে আমরা ইওআই (Expression of Interest) আহ্বান করেছি। এবার ১০টি অঞ্চলের নাম পাঠানো হয়েছে, তবে সময়ের সীমাবদ্ধতার কারণে আমরা আপাতত পাঁচ দলের বিপিএল আয়োজনের পরিকল্পনা করছি। যদিও ভবিষ্যতে এটি ছয় বা সাত দলে উন্নীত হতে পারে, তবে এই বছর অগ্রাধিকার থাকবে পাঁচ দল নিয়েই।”