
৪৯তম বিশেষ বিসিএসের (শিক্ষা) লিখিত পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহেই প্রকাশ করা হতে পারে। তবে এর আগে অনেক বিষয় হওয়ায় ফলাফল কীভাবে প্রকাশ করা হবে, তা নির্ধারণ করবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ শনিবার (১১ অক্টোবর) কমিশনের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে।
এর আগে শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকার কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়। ৪৯তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩ পদে নিয়োগ দেওয়া হবে। এ জন্য ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেন। প্রতিটি পদের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৪৫৬ জনের বেশি।
পিএসসির একজন কর্মকর্তা বলেন, ‘এবারের পরীক্ষায় অনেক বিষয় থাকায় ফলাফল কীভাবে দেওয়া হবে, তা এখনও ঠিক করা হয়নি। কর্মকর্তারা বসে বিষয়টি নির্ধারণ করবেন। আগামী ২৬ অক্টোবর থেকে মৌখিক পরীক্ষা শুরুর কথা রয়েছে। সে হিসেবে চলতি সপ্তাহেই ফলাফল দিতে হবে। আশা করছি, চলতি সপ্তাহেই ফলাফল ঘোষণা হবে।’
শিক্ষা ক্যাডারের বিশেষ এই বিসিএস পরীক্ষায় ২০০টি এমসিকিউ প্রশ্ন ছিল। পরীক্ষার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন। তবে ভুল উত্তর দিলে প্রতিটির জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে ০.৫০ (শূন্য দশমিক পাঁচ শূন্য) নম্বর করে কাটা হবে। পরীক্ষার জন্য পূর্ণ সময় ছিল দুই ঘণ্টা।