
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
পরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ আইনের অনুমোদন প্রদানের তথ্যসহ বিস্তারিত তথ্য-উপাত্ত তুলে ধরেন।
ব্যক্তিগত উপাত্ত প্রক্রিয়াকরণের ক্ষেত্রে উপাত্তের গোপনীয়তা, বিশ্বস্ততা, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ ন্যায্যতা, আন্তঃপরিবাহিতা, ডিজিটাল অর্থনীতির সম্ভাবনা সুরক্ষিত করা এবং দায়িত্বশীল উদ্ভাবন উৎসাহিতকরণ চ্যালেঞ্জ মোকাবেলা করার উদ্দেশ্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ প্রণয়নের কার্যক্রম গ্রহণ করেছে বলে জানান ফয়েজ আহমদ তৈয়্যব।
প্রস্তাবিত অধ্যাদেশটি জারি হলে উপাত্ত সংগ্রহ, প্রক্রিয়াকরণ, মজুত বা ধারণ, ব্যবহার বা পুনর্ব্যবহার, স্থানান্তর, প্রকাশ, বিনষ্টকরণ, আন্তর্জাতিক মান বজায় সর্বোপরি ডিজিটাল সেক্টরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানানো হয়।
এদিকে, জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ (সংশোধিত) এর অনুমোদনও দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই আইনের ফলে এখন থেকে মেটাসহ সব সামাজিক যোগাযোগমাধ্যমকে আদালতের নির্দেশ মানতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী।
এছাড়া, ২০১৮ সালে ডিজিটাল সিকিউরিটি আইনে যারা দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন, জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ পাশের মধ্য দিয়ে তারা অব্যাহতি পেতে যাচ্ছেন।