Image description

নীলফামারীর জলঢাকায় ছুটিতে বাড়িতে আসা এক সেনা সদস্যকে ডেকে নিয়ে মারধর করেছে কিশোর গ্যাং বলে অভিযোগ উঠেছে। 

 

এ ঘটনায় এলাকাবাসী  কিশোর গ‍্যাং এর চার সদস্যকে আটক করে। পরে সেনাবাহিনীর একটি টিম এসে তাদের জলঢাকা থানায় নিয়ে আসে। অপর দিকে কিশোরগ্যাং এর হাতে গুরুত্বর আহত সেনা সদস্যকে রংপুর সেনানিবাসেন সিএমএসে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার (৭ অক্টোবর)  বিকেলে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর অভিযোগ জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের পূর্ব পাড়ার মৃত মাহাতাব উদ্দিনের ছেলে মাহমুদ হাসান (৪০) সেনাবাহিনী সদস্যকে
কিশোর গ‍্যাং এর লিডার গোলমুন্ডা বাজার এলাকার আফজাল হোসেনের ছেলে হেলালের নেতৃত্বে ২৫ /২৬ জন কিশোরগ্যাং সদস্যরা তাদের দখলে থাকা পুরাতন ইউনিয়ন পরিষদের কার্যালয়ে নিয়ে গিয়ে জাল দিয়ে পেচিয়ে দুই ঘন্টা ধরে মারধর করে। খবর পেয়ে এলাকাবাসী কিশোর গ‍্যংয়ের অফিস থেকে মাহমুদ হাসানকে উদ্ধার করে।

 

পরে এলাকাবাসী  কিশোর গ‍্যাংয়ের সদস্যদের ধাওয়া করলে তারা পালিয়ে যায় এবং চারজনকে আটক করতে সক্ষম হয়।  
এ ঘটনায়  পুলিশ ও নীলফামারী থেকে সেনাবাহিনীর একটি দল গিয়ে কিশোরগ্যাং এর চারজনকে জলঢাকা থানায় হস্তান্তর করে। 

 

এ ঘটনায় কিশোরগ্যাং এর আটককৃতরা হলেন হেলাল হোসেন, মেহেদী হাসান, সিহাব ও রাকিব বলে পুলিশ জানায়।

জলঢাকা থানা অফিসার ইনর্চাজ (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান "এ ব‍্যাপারে এখনও মামলা হয়নি। তবে এঘটনায় চার জনকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

সেনা সদস্য মাহমুদের ছোট ভাই সাজ্জাদ হোসেন অভিযোগ করে জানান " ঢাকায় কর্মরত থাকা সেনা সদস্য বড় ভাই ছুটিতে গত সোমবার (৬ অক্টোবর) জলঢাকার গোলমুন্ডা গ্রামের বাড়িতে আসেন।

তিনি অভিযোগ করে জানান, তার সেনা সদস্য ভাইকে এলাকার কিশোরগ্যাং সদস্যরা কৌশলে ডেকে নিয়ে গিয়ে মিথ্যে সাজানো ঘটনায় টাকা দাবি করে। তিনি টাকা দিতে না চাইলে তাকে বেঁধে মারপিট করে রক্তাত্ব জখম করে। এলাকার  লোকজন বুঝতে পেরে সেনা সদস্যকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর সেনানিবাসের সিএমইএস নিয়ে ভর্তি করেছেন।

তিনি অভিযোগ করে বলেন এলাকার কিশোরগ্যাং দল সরকারি জায়গা দখল করে অফিস বানিয়ে বিভিন্ন বিভিন্ন লোকজনকে ধরে এনে টাকা দাবি সহ অপকর্ম করে আসছে। এদের জ্বালায় এলাকাবাসী অতিষ্ঠ তাই আজকে এরকম পরিস্থিতি। তিনি গোলমুন্ডা এলাকার কিশোরগ্যাং এর সকল সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।