
ঢালিউডের এক সময়ের সুপারস্টার ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে ভুগছেন। বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন তিনি। গত সপ্তাহে জাতীয় প্রেস ক্লাবে একং সংবাদ সম্মেলনে সিঙ্গাপুর থেকে নায়কের ছেলে ভার্চুয়ালি বাবার অসুস্থতার কথা জানান। এই খবরে মর্মাহত হন চলচ্চিত্র পাড়া, ভক্ত-অনুরাগীরা। সহকর্মীদের মধ্যেও বিরাজ করছে এক ধরনের চাপা কষ্ট। আগস্ট মাসে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। বর্তমানে অনকোলজিস্ট ভিনায়ার তত্ত্বাবধানে টার্গেট থেরাপি চলছে কাঞ্চনের। তার সুস্থতা কামনা করে মঙ্গলবার ( ৭ অক্টোবর) দুপুরে এফডিসির চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল। সমিতির বর্তমান সভাপতি মিশা সওদাগরের উদ্যোগে আয়োজিত এই দয়া মাহফিলে যোগ দেন চলচ্চিত্রের প্রবীণ ও নবীন শিল্পীরা। সকলে একসঙ্গে হাত তুলে দোয়া করেন ইলিয়াস কাঞ্চন যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
- দোয়া শেষে আবেগঘন কণ্ঠে মিশা সওদাগর বলেন, ‘ইলিয়াস কাঞ্চন শুধু একজন অভিনেতা নন, তিনি আমাদের অনুপ্রেরণা। একজন সচেতন নাগরিক ও সমাজকর্মী হিসেবে তিনি যে অবদান রেখেছেন, তা অনন্য। তার অসুস্থতার খবর শুনে আমরা গভীরভাবে ব্যথিত। আল্লাহর কাছে তার পূর্ণ সুস্থতা কামনা করছি।’
- মিশা জানান, বেশ কিছুদিন তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। দেশে ফেরার পর অভিনেত্রী রোজিনার কাছ থেকে প্রথমবার ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর পান। পরিবারের অনুরোধে তখন বিষয়টি প্রকাশ করেননি। তবে ভেতরে ভেতরে উদ্বেগে ছিলেন এবং ব্যক্তিগতভাবে নিয়মিত দোয়া করছিলেন। পরবর্তীতে কাঞ্চনের পরিবার আনুষ্ঠানিকভাবে খবর জানালে, শিল্পী সমিতি থেকে সম্মিলিত দোয়ার উদ্যোগ নেওয়া হয় বলেও জানান মিশা সওদাগর। দোয়া মাহফিলে উপস্থিত শিল্পীরাও আবেগাপ্লুত হয়ে প্রিয় সহকর্মীর দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্যের প্রার্থনা করেন।