Image description
 

ঢালিউডের এক সময়ের সুপারস্টার ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে ভুগছেন। বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন তিনি। গত সপ্তাহে জাতীয় প্রেস ক্লাবে একং সংবাদ সম্মেলনে সিঙ্গাপুর থেকে নায়কের ছেলে ভার্চুয়ালি বাবার অসুস্থতার কথা জানান। এই খবরে মর্মাহত হন চলচ্চিত্র পাড়া, ভক্ত-অনুরাগীরা। সহকর্মীদের মধ্যেও বিরাজ করছে এক ধরনের চাপা কষ্ট। আগস্ট মাসে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। বর্তমানে অনকোলজিস্ট ভিনায়ার তত্ত্বাবধানে টার্গেট থেরাপি চলছে কাঞ্চনের। তার সুস্থতা কামনা করে মঙ্গলবার ( ৭ অক্টোবর) দুপুরে এফডিসির চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল। সমিতির বর্তমান সভাপতি মিশা সওদাগরের উদ্যোগে আয়োজিত এই দয়া মাহফিলে যোগ দেন চলচ্চিত্রের প্রবীণ ও নবীন শিল্পীরা। সকলে একসঙ্গে হাত তুলে দোয়া করেন ইলিয়াস কাঞ্চন যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।