Image description
 

ভারতের উত্তর প্রদেশে এক স্বামীর অদ্ভুত অভিযোগে স্থানীয় প্রশাসনসহ সবাই হতবাক। তার দাবি— রাতে তার স্ত্রী সাপের রূপ নেয় এবং তাকে কামড়ানোর চেষ্টা করে!

 

ঘটনাটি ঘটেছে সীতাপুর জেলার মাহমুদাবাদ এলাকার লোধসা গ্রামে। মঙ্গলবার (৭ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি মেরাজ নামের এক বাসিন্দা। তিনি সম্প্রতি জেলা প্রশাসনের ‘সমাধান দিবস’ অনুষ্ঠানে হাজির হয়ে এই অভিযোগ করেন। সাধারণত ওই দিনে নাগরিকরা বিদ্যুৎ, রাস্তাঘাট বা রেশন কার্ডসংক্রান্ত সমস্যা জানিয়ে থাকেন। কিন্তু মেরাজের অভিযোগ শুনে উপস্থিত কর্মকর্তারা অবাক হয়ে যান।

 

জেলা প্রশাসকের সামনে তিনি বলেন, “স্যার, আমার স্ত্রী নাসিমুন রাতে সাপ হয়ে যান। তারপর আমাকে তাড়া করে কামড়াতে চান।”

তার দাবি, স্ত্রী ইতোমধ্যে একবার তাকে কামড়িয়েছেন এবং প্রায় প্রতিদিনই রাতে “রূপ বদলে” তার পিছু নেন। এ নিয়ে তিনি লিখিত অভিযোগও দিয়েছেন প্রশাসনের কাছে।

অভিযোগটি প্রকাশ পেতেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বে টুইটার) তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকে বিষয়টি নিয়ে রসিকতা শুরু করেন। একজন ব্যবহারকারী মজা করে লিখেছেন, “হয়তো নাগমণি লুকিয়ে রেখেছেন তিনি!” আরেকজন বলেছেন, “তুমি নিজেও কোবরা হয়ে যাও, তাহলে পাল্লা দিতে পারবে।”

অবশ্য প্রশাসন বিষয়টিকে হালকাভাবে নেয়নি। জেলা প্রশাসক ঘটনাটি মানসিক হয়রানির অভিযোগ হিসেবে গুরুত্ব দিয়ে মাহমুদাবাদের এসডিএম ও স্থানীয় পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।