Image description

অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সামছুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। পাশাপাশি তার এনআইডি ব্লক করতে বলা হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, সামছুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন দুদকের উপ-পরিচালক আলমগীর হোসেন।

আবেদনে বলা হয়, অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে সামছুর রহমানের বিরুদ্ধে । অভিযোগ ও গোপন অনুসন্ধানে দুদক জেনেছে, সামছুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে।

এতে আরো বলা হয়, সাবেক সেনা কর্মকর্তা সামছুর তার ‘অবৈধ সম্পদ’ হস্তান্তর বা স্থানান্তরের পাঁয়তারা করছেন। তা ঠেকাতে জাতীয় পরিচয়পত্র ব্লক করা প্রয়োজন। পাশাপাশি বিদেশগমন ঠেকানো দরকার।