Image description

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার। ফেসবুকে একটি পোস্ট দেওয়ার পর ছাত্রলীগের নেতাকর্মীরা পিটিয়ে হত্যা করেছিল তাকে। এ ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সে সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মিছিলে একমাত্র শিক্ষক হিসিবে যোগ দিয়েছিলেন বর্তমানে অন্তর্বর্তী আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা এবং আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

সেই মিছিলের একটি ছবি আজ মঙ্গলবার (৬ অক্টোবর) অধ্যাপক আসিফ নজরুল শেয়ার করে লিখেছেন, ‘সেই দিনগুলো! নুর, রাশেদ, হাসান আল মামুন, ফারুক, উমামাসহ অন্যরা। আমাদের আবরারের জন্য মার্চ’। পোস্টটি শেয়ার করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন।

পোস্টে রাশেদ খাঁন লিখেছেন, ‘আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আমরা কর্মসূচির আয়োজন করছি শুনে আসিফ নজরুল স্যার আমাকে কল করে বলেন, রাশেদ আমি তোমাদের সাথে প্রতিবাদে যোগ দিতে চাই। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ করেছি, তখন যে কজন শিক্ষককে সবসময় পাশে পেয়েছি, তার একজন ছিলেন তিনি।’

শিবির ব্লেমের দেওয়ার কারণে কোনও কোনও শিক্ষক আসতে নানারকম চিন্তা করতেন জানিয়ে তিনি বলেন, ‘একমাত্র আসিফ নজরুল স্যার ছিলেন ব্যতিক্রম। কল্পনা করুন, এই মিছিলে সবাই শিক্ষার্থী, কিন্তু একজন মাত্র শিক্ষক, তিনি আসিফ নজরুল....। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসিফ নজরুল একজনই ছিলেন, একজনই আছেন।’

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৬ বছর পূর্ণ হলো আজ মঙ্গলবার (৭ অক্টোবর)। ২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে বুয়েটের শেরেবাংলা হলে নৃশংসভাবে তাকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের একদল নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে হলের সিঁড়ির করিডোর থেকে তার লাশ উদ্ধার করা হয়। পৈশাচিক এ হত্যাকাণ্ডের ৬ বছরেও শেষ হয়নি বিচারকাজ।