Image description
 
 

দুই বাংলার অভিনেত্রী জয়া আহসান সিনেমাপ্রেমী দশর্কদের কাছে সমান জনপ্রিয়। কাজ করছেন দুই দেশেই। তবে গত ৫ আগস্টের পর থেকে ওপার বাংলায় জয়ার কাজ ও উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। এবার আপত্তি তুললেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি ভারতীয় সিনেমায় বাংলাদেশি শিল্পীর কাজ করা নিয়ে আপত্তি তোলেন।

এর আগে গত ১৫ জুলাই কলকাতা পৌর করপোরেশনের নারী কাউন্সিলর জুঁই বিশ্বাস ভারতীয় সিনেমায় বাংলাদেশি শিল্পীদের কাজ করা নিয়ে আপত্তি তুলেছিলেন। নিজের ফেসবুকে জয়ার কাজ করা নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেছিলেন তৃণমূল নেত্রী। তারও আগে জয়া আহসানকে নিয়ে প্রশ্ন তুলেছিল পশ্চিমবঙ্গের দুই রাজনৈতিক পক্ষ। এবার দুর্গাপূজার কার্নিভ্যালে জয়ার উপস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন ক্ষমতাসীন বিজেপি নেতা।

গতকাল রোববার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আয়োজিত দুর্গাপূজার কার্নিভ্যালে জয়ার উপস্থিতি কেন্দ্র করে বিক্ষোভ করেন বর্ধমান জেলার দুর্গাপুরের বিজেপি নেতারা। তবে অভিনেত্রীকে বিজেপি বিক্ষোভের মুখোমুখি হতে হয়নি। দুর্গাপূজার কার্নিভ্যালের সভাস্থল ছাড়ার পরেই বিক্ষোভ কর্মসূচি করে বিজেপির নেতাকর্মীরা।

চলমান প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই পূজার কার্নিভ্যাল ঘিরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করায় বিজেপি এ বিক্ষোভ কর্মসূচি পালন করে। দুর্গাপুরের চতুর্থ বার্ষিক কার্নিভ্যালে জয়া আহসান রবীন্দ্রসংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে মঞ্চ ছাড়তেই বিজেপির কর্মীরা প্রশ্ন তোলে দুর্গপূজার কার্নিভ্যালে জয়া আহসান কেন? বাংলাদেশি অভিনেত্রীকে দুর্গাপুরে কার্নিভ্যালে নিয়ে এসে মা দুর্গাকে অপমান করা হলো বলে অভিযোগ তোলে বিজেপি।