Image description

ময়মনসিংহের তারাকান্দায় এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৫ অক্টোবর) রাতে মেয়ের মাদ্রাসায় খাবার দিয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাঁকে হত্যা করে।

নিহত ইউপি সদস্যের নাম মো. জামাল উদ্দিন (৫০)। তিনি তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য ও নালচাপড়া গ্রামের মৃত শহর আলীর ছেলে।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে। তারা হলেন- নলচাপড়া গ্রামের ইছমাইলের ছেলে কছিম উদ্দিন (৫৫), একই গ্রামের মিরাশ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ইউপি সদস্য জামাল উদ্দিনের সঙ্গে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিনের পরিবারের বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের জেরে রোববার রাতে স্থানীয় একটি মাদ্রাসায় মেয়েকে খাবার দিতে যান ইউপি সদস্য জামাল উদ্দিন। খাবার দিয়ে ফেরার পথে বানিহালা গ্রামের দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার সামনে জামাল উদ্দিনের উপর আক্রমণ করে একটি দল দুর্বৃত্ত। তারা ইউপি সদস্যকে পিটিয়ে গুরুতর অবস্থায় ফেলে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। জড়িত সবাইকে ধরতে পুলিশের অভিযান চলছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শীর্ষনিউজ