
ফরিদপুর বিভাগ ঘোষণার প্রক্রিয়ায় শরীয়তপুর জেলার নাম অন্তর্ভুক্ত করায় বিশাল গণসমাবেশ করেছে জাগো শরীয়তপুর নামে একটি সংগঠনের ব্যানারে।
রোববার বিকালে শরীয়তপুর পৌরসভা মাঠে সমাবেশ করে শরীয়তপুর জেলাকে ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত না করার দাবি জানান তারা।
বক্তারা বলেন, শরীয়তপুর জেলা ভৌগোলিকভাবে ঢাকার নিকটবর্তী এবং সামাজিক অর্থনৈতিকভাবে ঢাকার সঙ্গে জড়িত। আমাদের এ দাবি মানা না হলে সরকারকে এই শরীয়তপুরে আসতে হবে এবং একটি পাখিকে এই জেলার উপর দিয়ে উড়তে দেব না।
এ গণসমাবেশে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার হাজারও মানুষ অংশ নেন। তারা হাতে ব্যানার–ফেস্টুন নিয়ে স্লোগান দেন ‘জাগো জাগো শরীয়তপুর, যাবো না ফরিদপুর’। এ সময় তারা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে শরীয়তপুরকে ঢাকা বিভাগে রাখার আহ্বান জানান।
জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার বলেন, ফরিদপুর বিভাগের নামকরণে শরীয়তপুর জেলাকে বাদ দিয়ে অন্য জেলা নিয়ে করুক। ঢাকা বিভাগ থেকে বাদ দেওয়া হলে জেলার মানুষ তা মেনে নেবে না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা সমন্বয়ক ইমরান আল নাজির বলেন, আমরা ঢাকার সঙ্গে যাতায়াত করি। চিকিৎসা থেকে শুরু করে পড়াশোনা সবকিছুই ঢাকাকেন্দ্রিক। হঠাৎ করে ফরিদপুর বিভাগে নেওয়ার সিদ্ধান্ত মেনে নেওয়া যাবে না। ঢাকা বিভাগের সঙ্গে শরীয়তপুরের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।
জাগো শরীয়তপুরের আহ্বায়ক আমিন মোহাম্মদ জিতু বলেন, আমাদের দাবি স্পষ্ট— শরীয়তপুর জেলা ঢাকা বিভাগের সঙ্গেই থাকবে অন্য কোনো বিভাগে আমরা মেনে নেব না। আমাদের এই আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে।
এ সময় বিশাল গণসমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাছির উদ্দিন কালু, শরীয়তপুর জেলা জামায়েত আমির মাওলানা আব্দুর রব হাশেমি, ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক জীবন আহম্মেদ, সচেতন নাগরিক সমাজের সভাপতি পারভেজ মোসারেফ।