Image description

হাওর ও পাহাড়ঘেরা সীমান্তবর্তী জেলা নেত্রকোনায় রয়েছে পাঁচটি সংসদীয় আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলার সব আসনেই জোরেশোরে বইছে ভোটের আগাম হাওয়া। রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা উচ্ছ্বাস-উদ্দীপনায় তৎপরতা চালাচ্ছেন হাটে-মাঠে। দীর্ঘ দেড় দশক ধরে ভোট দিতে না পারা ভোটারদের মধ্যে ভোটের নানা হিসাব নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

ভোটাররা বলছেন, তাঁরা শিক্ষিত, সৎ, যোগ্য ও এলাকার মানুষের সুখে-দুঃখে যাঁরা থাকেন তাঁদেরই ভোট দেবেন। রাজনৈতিক পটপরিবর্তনে এই আসনগুলোয় পাল্টে গেছে ভোটের হিসাব-নিকাশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠ ছেড়েছেন। সেই মাঠে বেড়েছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলের দৌড়ঝাঁপ।

জেলার সব আসনেই বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী বেশি। তবে এরই মধ্যে বাংলাদেশ ইসলামী সব আসনেই প্রার্থী চূড়ান্ত করেছে। জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদসহ কয়েকটি দল মাঠে ‘সরগরম’ উপস্থিতি জানান দিচ্ছে। বিএনপি নেতারা নিজ নিজ আসনে মনোনয়ন পেতে কেন্দ্রে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি কর্মী-ভোটারদেরও সমর্থন আদায়ে চেষ্টা চালাচ্ছেন।

বিভিন্ন দল থেকে প্রবাসীরা হতে চাইছেন প্রার্থী।

নেত্রকোনা-১ : গারো পাহাড়বেষ্টিত সীমান্তবর্তী কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী বাড়ছে। বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশীর তালিকায় আছেন দলের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, জেলা বিএনপির সাবেক আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. হামিদুর রহমান রাশেদ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি এজমুল হোসেন পাইলট।

এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দলের উপজেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেম। ভোটযুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছেন এনসিপি থেকে দলের কেন্দ্রীয় সংগঠক রফিকুল ইসলাম আইনী, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে দলের ঢাকা বিভাগীয় কমিটির উপদেষ্টা মাওলানা মামুনুর রশিদ রব্বানী, বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে দলের জেলা কমিটির আহ্বায়ক মাওলানা খায়রুল বাশার।

উচ্ছ্বাস-উদ্দীপনায় সরব প্রচারণা

নেত্রকোনা-২ : জেলা সদর ও বারহাট্টা উপজেলা নিয়ে গঠিত এই আসনটি। এটি জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন। এই আসনে বিএনপি থেকে মনোনয়ন আশা করছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানি, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ড. আরিফা জেসমিন নাহীন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ডা. দেলোয়ার হোসেন টিটো। এখানে জামায়াতে ইসলামীর প্রার্থী দলের সাবেক জেলা আমির অধ্যাপক মাওলানা এনামুল হক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী দলের জেলা কমিটির সহকারী মহাসচিব মাওলানা গাজী মোহাম্মদ আব্দুর রহিম রুহী, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। ভোটযুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগ ও কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান। তাঁদের একজন মনোনয়ন পাবেন বলে মনে করা হচ্ছে।

নেত্রকোনা-৩ : কেন্দুয়া ও আটপাড়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যার্শী আছেন বেশ কয়েকজন। এর মধ্যে আছেন দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, জেলা বিএনপির সাধারন সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলাল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ আলমগীর খসরু, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা রোটারিয়ান এম নাজমুল হাসান, বিএনপির যুক্তরাজ্য শাখার সাবেক নির্বাহী সদস্য মেজর (অব.) সৈয়দ আবু বকর সিদ্দিক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহক্রীড়া সম্পাদক রায়হান আমিন তালুকদার রনি। এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দলের জেলা কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও আটপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলওয়ার হোসেন সাইফুল। এখানে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী দলের নেতা মাওলানা তরিকুল ইসলাম নুরানী।

নেত্রকোনা-৪ : জেলার হাওরাঞ্চল মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, সাবেক কর কমিশনার কাজী ইমদাদুল হক। এখানে জামায়াতে ইসলামীর প্রার্থী দলের ময়মনসিংহ মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার। ভোটযুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন এনসিপির মোহনগঞ্জ উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী রফিকুল ইসলাম শুভ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মদন উপজেলা কমিটির আহ্বায়ক মাওলানা আব্দুল মান্নান।

নেত্রকোনা-৫ : জেলার পূর্বধলা উপজেলা নিয়ে গঠিত এ আসনে বিএনপি থেকে মনোনয়ন চান জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, বিএনপি যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, বিএনপির পূর্বধলা উপজেলা কমিটির আহ্বায়ক বাবুল আলম তালুকদার। এ ছাড়া মনোনয়ন প্রত্যাশা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক, পূর্বধলা উপজেলা বিএনপির  যুগ্ম আহ্বায়ক, জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য ও কো-অর্ডিনেটর প্রকৌশলী মেহেদী হাসান সোহেল। তিনি পূর্বধলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সিনিয়র যুগ্ম আহ্বায়ক কিউ জেড এম রুহুল কুদ্দুছের ছেলে। এ ছাড়া মনোনয়ন আশা করছেন উপজেলা বিএনপির সদস্যসচিব এ এস এম শহীদুল্লাহ ইমরান, ইঞ্জিনিয়ার মাহাবুবুল আলম রানা। এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দলের জেলা কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাসুম মোস্তফা। বাংলাদেশ খেলাফত আন্দোলনের  দলের ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ খান, এনসিপির প্রার্থী দলের পূর্বধলা উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আনোয়ার হোসেন কাজল।