Image description
 

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার জাফরগঞ্জ থেকে বুড়িচং দেবপুর পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কে বুড়িচং উপজেলা কংশনগর এলাকায় কাভার্ডভ্যানের চাকা খুলে যাওয়ায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে বলে জানান মিরপুর হাইওয়ে থানার ইনচার্জ পারভেজ আলী।

 

মিরপুর হাইওয়ে থানার ইনচার্জ পারভেজ আলী দৈনিক আমার দেশকে জানান, কংশনগর বাজারের যানজট প্রতিদিনই দেবিদ্বার জাফরগঞ্জ পর্যন্ত চলে আসে।

 

ভোগান্তির শিকার যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, কুমিল্লা-সিলেট মহাসড়কের কংশনগর এলাকার রাস্তার খুবই বেহাল দশা‌। আজ সকাল ৯টার দিকে কংশনগর বাজারের কাছে একটি কাভার্ডভ্যানের চাকা খুলে যায়। গাড়িটি রাস্তার মাঝখানে পড়ে থাকার কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ‌

 

 

কুমিল্লা থেকে সিলেট যাচ্ছেন তোফায়েল আহমেদ। এক ঘণ্টা বসে আছেন কংশনগর বাজারে দক্ষিণ প্রান্তে। তীব্র ক্ষোভ নিয়ে তিনি জানান, এই সড়কটি মাত্র দুই লাইনের। এ কারণে দুটি গাড়িও ভালোভাবে ক্রসিং করতে পারে না। রাস্তার মাঝখানে ট্রাক বিকল হয়ে পড়ে আছে। এ জন্য এক ঘণ্টা ধরে জ্যামে আটকে আছে। এই রাস্তার ভোগান্তি কবে শেষ হবে বলা যাচ্ছে না।

 

অটোচালক জালাল উদ্দিন জানান, সকাল ৯টায় কাভার্ডভ্যানের চাকা খুলে যায়। এখন পর্যন্ত গাড়িটি সরাতে পারেনি হাইওয়ে পুলিশ। পুলিশের কাউকে এখনো চোখে পড়েনি। তীব্র ভোগান্তিতে আছেন সাধারণ মানুষ।

 

কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান জানান, কংশনগর এলাকায় আমাদের একটি টিম কাজ করছে। রাস্তাটি দুই লাইনের হওয়ায় গাড়ি বিকল হলেই এ ধরনের যানজট সৃষ্টি হয়। গাড়িটি সরানোর ব্যবস্থা করা হচ্ছে।