
চাঁদপুরের ফরিদগঞ্জে সুদের লেনদেনকে কেন্দ্র করে দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ সেই গৃহবধূ শাহনাজ বেগম (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদিকে, এ ঘটনায় অভিযুক্ত নাসিমা বেগমের বসত ঘরে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাদিক গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর রাতে সুদের লেনদেনকে কেন্দ্র করে শাহনাজ বেগমের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয়দের ধারণা, নাসিমা বেগম এ ঘটনার মূল পরিকল্পনাকারী। ওই রাতেই পুলিশ নাসিমাকে গ্রেপ্তার করে। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
এদিকে, ঘটনার পর গত পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান শাহনাজ। এ খবর এলাকায় পৌঁছালে বিক্ষুব্ধ জনতা বিকেলের দিকে নাসিমার ঘরে হামলা চালিয়ে লুটপাট করে এবং পরে ঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের কমান্ডার কামরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।
স্থানীয়রা জানায়, ঘটনার সঙ্গে জড়িতরাই প্রকৃত ঘটনা আড়াল করতে এ ঘটনা ঘটিয়েছে।
এদিকে, সেনাবাহিনী ও ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।