
ভারত শেখ হাসিনাকে পুরোটা সময় ধরে সহযোগিতা করে আসছে। তারা এখনও আশা করছে, তিনি হয়তো বাংলাদেশে বিজয়ীর বেশে ফেরত আসবেন। ব্রিটিশ-আমেরিকান সাংবাদিক মেহেদি হাসানকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সম্প্রতি সাংবাদিক, লেখক ও মিডিয়া কোম্পানি জেটিওর প্রতিষ্ঠাতা মেহেদি হাসানকে একটি সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেওয়ার ফাঁকে মেহেদি হাসানকে এই সাক্ষাৎকারটি দিয়েছেন।
সেখানেই প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করা হয়, শেখ হাসিনাকে সুরক্ষা দেওয়ার পেছনে ভারতের স্বার্থ কী? জবাবে ড. ইউনূস বলেন, ভারত শেখ হাসিনাকে পুরোটা সময় ধরে সহযোগিতা করে আসছে। তারা এখনও আশা করছে, তিনি হয়তো বাংলাদেশে পূর্ণ গৌরবের সঙ্গে বিজয়ীর বেশে ফেরত আসবেন।