Image description

শারদীয় দুর্গা পূজার ছুটিতে ঢাকা থেকে গ্রামের বাড়ি পাবনার উদ্দেশ্যে যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। ছিনতাইকারীর আঘাতে তার পা থেতলে গেছে, মাথায়ও আঘাত পেয়েছেন তিনি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাওয়ার পথে মতিঝিল এলাকায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম হুসনে আরা ন‌ওশীন আঁচল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ সেশনে ইতিহাস বিভাগের শিক্ষার্থী। 

ভুক্তভোগীর সহপাঠী নুসরাত ইসলাম জানান, আজ ভোর ৫টা ২০ মিনিটের দিকে মতিঝিল এলাকায় এ ঘটনা ঘটে। তার পরিবারের সাথে সে রিক্সায় করে রেলস্টেশনে যাচ্ছিল। ওই সময় একটা প্রাইভেট কার এসে তার ব্যাগ টান দিয়ে নিয়ে যায়। সে ব্যাগটি শক্ত করে ধরে থাকায় রিক্সা থেকে পড়ে যায় এবং মাথা সহ শরীরের বেশ কয়েক জায়গায় আঘাত পায়।

তিনি আরও বলেন, ব্যাগে তার ফোন, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, জাতীয় পরিচয় পত্র ও কিছু টাকা ছিল। এখন সে ঢাকায় আছে। আগামীকাল এ বিষয়ে  আইনগত ব্যবস্থা নেবে।