
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, রডের পরিবর্তে বাঁশ দেওয়া এমন প্রকৌশলী আমরা তৈরি করতে চাইনা। আমরা স্বপ্ন দেখতে চাই, রক্ত ঝরাতে চাইনা। আমরা মতিউর-বেনজির মতো লোক তৈরি হতে চাইনা।
আজ ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে লক্ষ্মীপুর টাউন হলে আলফা ফাউন্ডেশন এবং লক্ষ্মীপুর সোসাইটি কর্তৃক জেলায় জিপি-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শিক্ষার্থীদের জিপি-৫ পাওয়া মানে এই নয় যে তারা নৈতিক ও আলোকিত, প্রকৃতপক্ষে তাদের সেই ধরনের মানুষ তৈরি হতে হবে। নতুন বাংলাদেশ এবং কোটি স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি তার বক্তব্যে বলেন, বিগত ৫ আগস্টে পর বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তনের আশা করছে জনগণ। সমাজের চাহিদা অনুযায়ী রাজনীতিবিদ তৈরি হওয়া উচিত। শিক্ষাথীরা মেধাবী হয়ে দেশ ও জাতির গঠন ভূমিকা রাখতে পারে এমনটাই প্রত্যাশা করেন এ্যানি।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা মোহাম্মদপুর কেন্দ্রিয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর এস এম ওয়ালি উল্যাহ, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মজনুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুন নেছা প্রমুখ।