Image description

ময়মনসিংহের তারাকান্দায় বৃদ্ধের মাথার চুল ও দাড়ি জোরপূর্বক কেটে দেওয়ার ঘটনায় করা মামলার পর পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেওয়া হয়। 

গ্রেপ্তার আসামির নাম রফিকুল ইসলাম মজনু তালুকদার (৪৫)। তিনি উপজেলার কামারিয়া ইউনিয়নের সাধুপাড়া গ্রামের মৃত রজব আলীর ছেলে।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. টিপু সুলতান  জানান, গ্রেপ্তার আসামিকে (১ অক্টোবর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

গত ২৭ সেপ্টেম্বর ভুক্তভোগী হালিম উদ্দিন আকন্দের বড় ছেলে শহীদ মিয়া আকন্দ বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা করে তারাকান্দা থানায় মামলা করেন।

উল্লেখ্য, ঘটনার সূত্রপাত ঘটে কোরবানির ঈদের কয়েক দিন আগে, যখন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, তারাকান্দার কামারিয়া ইউনিয়নের কোদালিয়া গ্রামের হালিম উদ্দিন তালুকদার (৭০) নামের এক বৃদ্ধকে কয়েকজন ব্যক্তি জোরপূর্বক মাথার চুল ও দাড়ি কাটছেন। এ সময় বৃদ্ধ কাঁদতে কাঁদতে বলেন, ‘আল্লাহ, তুই দেহিস।’ 

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, হালিম উদ্দিন  প্রায় ৩৭ বছর ধরে মাথায় জট রাখা শুরু করেন এবং তিনি হজরত শাহজালাল (রহ.) ও শাহ পরান (রহ.)-এর একনিষ্ঠ ভক্ত। জীবিকার প্রয়োজনে একসময় কৃষিকাজ করলেও বর্তমানে তিনি ফকিরি জীবনযাপন করছেন।

 

চুল ও দাড়ি কাটার সময় ওই বৃদ্ধকে শারীরিকভাবে নির্যাতনও করা হয় বলে অভিযোগ ওঠে। এতে তিনি শারীরিক ও মানসিকভাবে মারাত্মকভাবে ভেঙে পড়েন। ঘটনার নিন্দা ও বিচার দাবিতে স্থানীয়দের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। একজন বৃদ্ধ ও ধর্মভীরু মানুষকে অপমান ও নির্যাতনের ঘটনায় এলাকাবাসীর পাশাপাশি মানবাধিকার সংগঠনগুলোও দ্রুত বিচার দাবি করেছেন। পুলিশ জানায়, মামলার অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।