
গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বিএনপি নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। এরপর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরের সময় লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠকের পর জোরালো হয় তার দেশে ফেরার আলোচনা। সম্প্রতি কয়েক সপ্তাহের মধ্যে ফিরতে পারেন- দলের পক্ষ থেকে এমন আভাস দেয়া হলেও এখনো চূড়ান্ত হয়নি দিনক্ষণ। কিন্তু নেতাকর্মীরা অপেক্ষায় রয়েছেন সেই দিনক্ষণের। এবার সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্র সফর থেকে দেশে ফিরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে সংবাদ সম্মেলন করে দিনক্ষণ জানাবেন। যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক এ তথ্য জানিয়েছেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক বলেন, “যুক্তরাষ্ট্র সফর শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফেরার পর চূড়ান্ত হবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনের সূচি।”
তিনি বলেন, “আমাদের মহাসচিব যুক্তরাষ্ট্র থেকে ফিরলে তার কাছে অনেক বার্তা থাকবে। তিনি যে সংবাদ সম্মেলন করবেন, তার মুখ থেকেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে দেশে ফিরবেন, সেই তারিখ জানতে পারবেন।”
২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমান ভার্চুয়ালি রাজনীতিতে সক্রিয়। তবে আগামী নির্বাচনের আগেই দেশে ফিরে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী প্রচারণায় সশরীরে নেতৃত্ব দেবেন। ভোট ঘিরে প্রস্তুতি নিচ্ছে তৃণমূল থেকে কেন্দ্র। এরইমধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে লন্ডন যাচ্ছেন ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীরা।
দীর্ঘদিন পর তার স্বদেশ প্রত্যাবর্তনের সম্ভাবনা ঘিরে নেতাকর্মীদের মাঝে নতুন করে প্রাণের সঞ্চার হয়েছে।
শীর্ষনিউজ