Image description
 

রাজউক প্লট দুর্নীতির পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দুই সন্তানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পঞ্চম দিনে প্রবেশ করেছে। আজ (মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

 

আজ পৃথক তিন মামলায় মোট নয়জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেবেন। পরে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের মামলায় একই সাক্ষীরা আদালতে সাক্ষ্য প্রদান করবেন।

আজ আদালতে সাক্ষ্য দিচ্ছেন কালীগঞ্জ সাব-রেজিস্ট্রার জাহিদুর রহমান, সদর রেকর্ডরুম সাব-রেজিস্ট্রার মাহবুবুর রহমান, ম্যাজিস্ট্রেট এম মিজবাহউর রহমান, সেফাতুল্লাহ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তাসহ নয়জন।

 

এর আগে চতুর্থ দিনে তিন মামলায় ম্যাজিস্ট্রেট ও ব্যাংক কর্মকর্তাসহ পাঁচজন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছিলেন। চলতি বছরের ১১ আগস্ট প্রথম দিনে তিন মামলার বাদীরা, ২৬ আগস্ট ১৭ জন এবং ২ সেপ্টেম্বর তৃতীয় দিনে ১৮ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।