Image description

বিগত সময়ে আর্থিক কেলেঙ্কারি, ঘুস, অনৈতিক শক্তি প্রদর্শনসহ অনিয়ম-দুর্নীতি ও অঢেল সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৫৬৪ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। 

আর্থিক কেলেঙ্কারি ও ঘুষসহ বিভিন্ন অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. শিরীণ আখতারের একান্ত সহকারী (পিএস) ও ইংরেজি বিভাগের সহকারী রেজিস্ট্রার সাহাবুদ্দিন এবং জীববিজ্ঞান অনুষদের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মশিবুর রহমানকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

অন্যদিকে যোগ্যতা না থাকা সত্ত্বেও অনৈতিকভাবে ক্ষমতা ব্যবহার করে পদোন্নতি নেয়ায় সেকশন অফিসার আবদুল্লাহ আল আসাদকে ডিমোশন দেওয়া হয়েছে। তিনি আগে কাউন্সিল মেম্বার ছিলেন।

জানতে চাইলে রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গতকাল সিন্ডিকেটে প্রাথমিক তদন্তে অনিয়ম দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ও যোগ্যতা না থাকার পরেও পদোন্নতি নেয়ায় একজনকে ডিমোশন করে সেকশন অফিসার পদে দেয়া হয়েছে।