Image description
 

গাজীপুরের শ্রীপুরে নাটকের শুটিংয়ের কথা বলে রিসোর্টে নিয়ে এক মডেল-অভিনেত্রীকে (২৪) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী গতকাল বৃহস্পতিবার রাতে শ্রীপুর থানায় মামলা করেছেন।

এই ঘটনায় শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে রাস রিসোর্টে সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলামের নেতৃত্বে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে ২ নারী ও রিসোর্টের স্টাফসহ ১৮ জনকে আটক করে পুলিশ। ধর্ষণ মামলার আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে নাট্যনির্মাতা নাসির উদ্দিন, বাবর ও আরেক অজ্ঞাত ব্যক্তিকে।

অভিযোগে ওই নারী জানান, ঢাকার বাসা থেকে পরিচালক নাসির উদ্দিনের সঙ্গে গাড়িতে করে রাত সাড়ে তিনটার দিকে তিনি শ্রীপুরের রাস রিসোর্টে পৌঁছান। সেখানে গিয়ে কয়েকজনকে মদ পান করতে দেখেন। এরপর রুমে গিয়ে কাপড় পরিবর্তন করার পর পরিচালক নাসির, বাবর ও অচেনা এক ব্যক্তি তাকে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেন।

'এসময় তারা আমার একটা আইফোন নিয়ে যায়। পরদিন সকালে গাড়িতে করে আমাকে ঢাকায় পৌঁছে দেয়া হয়। এরপর আমি বাসায় দুইদিন চিকিৎসা করে মিরপুর থানায় গেলে শ্রীপুর থানায় এসে মামলা করার পরামর্শ দেন। এরপর থানায় এসে ঘটনা জানালে মামলা হয়। আমি আসামিদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।'

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বারিক সময়ের কণ্ঠস্বর-কে বলেন, 'আজকে এসিল্যান্ড স্যারের নেতৃত্বে অনৈতিক কাজে সংশ্লিষ্টতার অভিযোগে দুইজন নারী ও রিসোর্টের স্টাফসহ মোট ১৮ জনকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী কোনো নারী অভিযোগ করলেই পুলিশ মামলা নেয় এবং স্বাস্থ্য পরীক্ষা করায়। অভিযোগ পাওয়ার পরপরই মামলা রেকর্ড করা হয়েছে। তদন্তে প্রমাণ সাপেক্ষে আদালতে বিচার হবে।'

তিনি আরও জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।