Image description
 

Shafquat Rabbee Anik(শাফকাত রাব্বি অনিক)


 

বাংলাদেশের ইতিহাসের সব চাইতে অক্ষম এবং অযোগ্য পররাষ্ট্র মন্ত্রীর তালিকায় শীর্ষ কে হবেন এটা নিয়ে দিপু মনি এবং তৌহিদ এর মধ্যে তীব্র প্রতিযোগিতা হলে পরে তৌহিদ জিতবেন বলে আমার ধারণা।
এই অযোগ্য লোকের অধীনে আজকে দেশের একাধিক শীর্ষ রাজনৈতিক নেতা বেইজ্জত হয়েছেন, শুধু মাত্র পররাষ্ট্র মন্ত্রণালয় আর জাতি সংঘ মিশনের মিস ম্যানেজমেন্ট এর কারণে।
প্লেনে করে ইউনূস সরকারের লোকজন, বিএনপি, এনসিপি এবং জামাতের সবাই এক সাথে, পাশে বসে নিউ ইয়র্ক নেমেছেন।
 
কিন্তু তারপরে সরকারের লোকজনকে সরকারি প্রটোকলে বের করে নিয়ে যাওয়া হয়েছে। সরকারের সবাই চলে গেছে ইউনূস সাহেবকে নিয়ে।
 
মির্জা সাহেব, তাসনিম জারা আর আখতার বের হয়েছে হেঁটে হেঁটে নিজেদের কোন গাড়িতে চড়ার জন্যে। জামাতের তাহের সাহেব তার দলের লোকজনের জন্যে অপেক্ষা করেছেন।
কিন্তু প্রশ্ন হচ্ছে, দেশ থেকে একসাথে একই প্লেনে উড়ে আসা জাতীয় নেতৃত্ব হঠাৎ করে বিদেশের মাটিতে নেমে "হিজ হিজ, হুজ হুজ" সিস্টেমে বের হয় কিভাবে?
 
রাষ্ট্রীয় ডেলিগেশন আলাদা হয় কি করে? দরকার হলে ইউনূস সরকারের লোক জন ওয়েট করতে পারতো বা আগে থেকেই সবার এক সাথে বের হবার কমন সেন্স ব্যাবস্থা করা যেতো।
আলাদা ভাবে যে যার মতো বেড় হয়ে যাওয়া এইটা কি একটা ফাইজলামি?
 
এখন বাংলাদেশের ইউ এন মিশন প্রধান এবং আমেরিকায় বাংলাদেশের রাষ্ট্র দূত কারা তাদের সবার পলিটিকাল ব্যাকগ্রাউন্ড বেড় করার সময় এসেছে।
একের পর এক এসাল্ট করা হচ্ছে জুলাই এর ছাত্র জনতার অভ্যুত্থানের নেতা নেত্রীদের আমেরিকা এবং ইউরোপের মাটিতে।
 
তৌহিদের বিরুদ্ধে প্রধান অভিযোগ তিনি পতিত স্বৈরাচারের দোসরদের বের করতে দেন নাই বরং রিওয়ার্ড দিয়েছেন। এইটা তিনি করেছেন তথাকথিত আমলা - আমলা ভাই ভাই সিস্টেমে।
এদেরই অনেকে নিশ্চয় খুব খুশি হন যখন মাহফুজ, জারা, আখতাররা বিদেশের মাটিতে অপদস্থ হন।
আজকে তাসনিম জারাকে অকথ্য ভাষায় গালি এবং আখতারকে ডিম মারা হয়েছে।
 
এই উটকো ঝামেলা থেকে তাদের রক্ষা করতে দরকার ছিল শুধু একটু মামুলি প্লানিং এবং প্রোফেশনাল সার্ভিস।
একটা প্রোফেশনাল সিকিউরিটি ট্রান্সপোর্ট, আর ৭-৮ জন বাউন্সার ভাড়া করলেই কাজ হয়ে যেত, সেলিব্রিটিরা যেভাবে প্রটেকশন নেয়।
দ্রুত গতিতে দোষী কর্মকর্তাদের খুঁজে বের করা হোক।