Image description
 
ডিম নিয়ে আহাজারি নয়, মির্জা ফখরুল আওয়ামীলীগকে নির্বাচনে চান
 
যুক্তরাষ্ট্রে বিএনপি মহাসচিব ও এনসিপির আখতার হোসেনের ওপর হামলা নিয়ে বেশ তোলপাড় চলছে।
 
ওদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামি নির্বাচনে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির অংশগ্রহন চান।
সময় নিউজকে দেয়া সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) বা ওয়ার্কার্স পার্টির মতো তাদের শরিকেরা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা-
 
এমন প্রশ্নে ফখরুল বলেন, আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের শরিকেরা সবাই, এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক।
 
একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক। এ জন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট, আওয়ামী দালাল বলে গালাগাল দিচ্ছে। কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরাও কেন করব? হাসিনা
 
 ১৫ বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতেই দেননি, তার শাস্তি পেয়েছেন। একই কাজ করলে আমরাও তো প্রতিফল পাব।
 
তবে মানুষ এত রক্ত দেখেছেন, এত প্রাণহানি— তাদের মধ্যে আওয়ামী-বিরোধিতা রয়েছে।