Image description

চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হচ্ছে- ইমরানুল হক রোমান, আনোয়ার হোসেন, মিজানুর রহমান রিয়াজ, আবু তৈয়ব রাসেল, শওকত আলী রনি, আব্দুল্লাহ হোসেন রাব্বি, সাজ্জাদ, সাব্বির হোসেন শাওন, হাছান মুরাদ চৌধুরী রিমন, সাইদুল ইসলাম ও নুরুল হুদা।

রোববার বিকালে ডবলমুরিং থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। তাদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শনিবার রাতে ডবলমুরিং থানা এলাকার আগ্রাবাদ বেপারীপাড়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে শ্রমিকলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের প্রায় ৮০-৮৫ নেতাকর্মী ঝটিকা মিছিল বের করে। তাৎক্ষণিকভাবে ডবলমুরিং থানা অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়। আরও বেশ কয়েকজন মিছিলকারী পালিয়ে যান।

ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ জানান, অবৈধভাবে মিছিল করায় ৬৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে চালান দেওয়া হয়েছে।