Image description

বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার তুহিন মালিক বলেছেন, বিএনপিতে কি মুক্তিযোদ্ধা নেতার এতই অভাব যে লো গ্রেডের তথাকথিত মুক্তিযোদ্ধার পাগলামির দায় নিতে হবে?

রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ প্রশ্ন তোলেন তিনি।

ফেসবুক পোস্টে ব্যারিস্টার তুহিন মালিক লিখেছেন, ‘সাত হাজারের বেশি নেতা-কর্মীকে বহিস্কার করেছে বিএনপি। দলীয় শৃংখলাভঙ্গ ও দলের ভাবমূর্তি বিনষ্টের অপরাধে। রাজনৈতিক ইতিহাসে বিরল এক সাহসী সিদ্ধান্ত। সাত হাজার বহিস্কৃত নেতা-কর্মী মিলে দলের ভাবমূর্তি যতটুকু বিনষ্ট করেছে, মাদরাসা শিক্ষা বিদ্বেষী এক লাগামহীন অর্বাচীন তার চেয়ে বেশি ক্ষতি করেছে বিএনপির।’  

তিনি আরও লেখেন, ‘বিএনপিতে মুক্তিযোদ্ধা নেতার কি এতই অভাব? মুক্তিযোদ্ধার দল বিএনপিকে কেন লো গ্রেডের তথাকথিত মুক্তিযোদ্ধার পাগলামির দায় নিতে হবে?’