
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, এখন আবার নব্য ফ্যাসিবাদী আচরণের চেষ্টা চলছে। দিল্লিতে বৃষ্টি পড়লে এ দেশে ছাতা ধরার চেষ্টা হচ্ছে। বিদেশি প্রেসক্রিপশনে দেশ চালানোর অপচেষ্টা শুরু হয়েছে। কিন্তু দেশের মানুষ এসব ষড়যন্ত্র মেনে নেবে না।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ধোলাইখাল ট্রাকস্ট্যান্ডে ঢাকা-৬ (সূত্রাপুর-গেন্ডারিয়া-কোতোয়ালি আংশিক) আসনে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, স্বাধীনতার পর থেকে যারা দেশ পরিচালনা করেছে তারা বারবার দেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন করেছে। দেশকে গুম-খুনের রাজ্যে পরিণত করেছে এবং বিশ্বের দরবারে লজ্জাজনক অবস্থায় উপস্থাপন করেছে। কিন্তু অতিষ্ঠ জনগণ ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে।
রেজাউল করিম আরও বলেন, আমরা যেন আর কখনো খুনি-চাঁদাবাজদের সহযোগী না হই। ৫ আগস্টের পর যে সুযোগ তৈরি হয়েছে, তাকে কাজে লাগাতে হবে। দেশের মানুষ এখন ইসলামের সৌন্দর্যের ওপর আস্থা রাখতে চায়। তাই আসুন ইসলাম, দেশ ও মানবতার পক্ষে ইসলামী শক্তির বিজয় নিশ্চিত করি।
গণসমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা-৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সূত্রাপুর থানা সভাপতি মো. মানোয়ার খান।
তিনি আগামী জাতীয় নির্বাচনে হাতপাখা প্রতীককে বিজয়ী করার জন্য ঢাকা-৬ আসনের জনগণের প্রতি আহ্বান জানান।
গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব প্রকৌশলী কেএম আতিকুর রহমান, কেএম শরীয়াতুল্লাহ, ডা. মুহাম্মাদ শহিদুল ইসলাম প্রমুখ।
এ সময় পীর সাহেব চরমোনাই ঢাকা-৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মানোয়ার খানকে জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন।