
টিভি নেটওয়ার্ক সংযোগ বৃদ্ধি করা নিয়ে দ্বন্দ্বে ‘মব’ তৈরি করে রাজশাহীর তানোরে পুলিশের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত পুলিশের এক এএসআই ও পুলিশ কনস্টেবল তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে থানা গেটের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ‘মব’ সৃষ্টিকারী জুবায়ের আলী (৩৮) নামের এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয় বলে নিশ্চিত হওয়া গেছে।
তবে অপর দুজন ইলিয়াস (৩৫) ও জাকিরকে (৪২) ছাড়িয়ে নেয় বরেন্দ্র ডিজিটাল কেবল টিভি নেটওয়ার্কের প্রোপাইটার বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মিজানুর রহমান মিজান। জুবায়ের বরেন্দ্র ডিজিটাল কেবল টিভি নেটওয়ার্কের ম্যানেজার। বাড়ি তানোর পৌর এলাকার গুবিরপাড়া মহল্লায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বহুদিন ধরে নিজ এলাকায় তানোর উপজেলার কন্দপুর গ্রামের কৃষক দলের ওয়ার্ড সভাপতি মোকলেছ আলী (৪০) ময়না কেবল টিভি নেটওয়ার্কের ব্যবসা পরিচালনা করে আসছেন। সেখানে বরেন্দ্র ডিজিটাল কেবল টিভি নেটওয়ার্কের সংযোগ দেওয়া হয়। এই সংযোগের প্রোপাইটার বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মিজানুর রহমান মিজান।
তাদের ব্যবসায় আধিপত্য নিয়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে বৃহস্পতিবার বিবাদ সৃষ্টি হয়। পরে ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ দেওয়া হয়। ফলে ওসির নির্দেশে ঘটনাটি সমাধানের জন্য শুক্রবার ১৯ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে থানায় বসার প্রক্রিয়া করেন এএসআই রুহুল আমীন।
এ প্রেক্ষাপটে মোকলেছ আলী তার লোকজন নিয়ে থানার সামনে দুপুর ১২টার দিকে উপস্থিত হলে ‘মব’ সৃষ্টি করে তাদের মারধর করা হয়। এতে বাধা দিতে এগিয়ে গেলে পুলিশের ওপর হামলা চালায় বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কের লোকজন। এ সময় আহত হন এএসআই রুহুল আমীন ও এক পুলিশ কনস্টেবল। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়। পরে মিজান থানা থেকে ইলিয়াস আলী ও জাকির হোসেনকে ছড়িয়ে নেন।
এ বিষয়ে কৃষক দলের ওয়ার্ড সভাপতি মোকলেছ আলী বলেন, ঘটনাটি সমাধানের জন্য তার লোকজন নিয়ে থানার সামনে উপস্থিত হন। এ সময় বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কের ম্যানেজার জুবায়ের, ইলিয়াস ও জাকির ‘মব’ সৃষ্টি করে তাকে ও তার লোকজনের ওপর হামলা করে মারধর চালায় মিজানের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের ওপর আক্রমণ হলে এএসআই রুহুল আমীন ও এক পুলিশ কনস্টেবল আহত হন। পরে তারা পালিয়ে যান।
তানোর থানার এএসআই রুহুল আমীন বলেন, টিভি নেটওয়ার্ক সংযোগ আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে ওসি স্যারের নির্দেশে উভয়পক্ষকে থানায় ডাকা হয়। এ সময় বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কের ম্যানেজার জুবায়ের, ইলিয়াস ও জাকির ‘মব’ সৃষ্টি করে বেধড়ক মারধর চালায় মোকলেছ আলী ও তার লোকজনের ওপর। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় তাদের ওপর হামলা করা হয়। এতে তিনি আহত হলে হাসপাতালে চিকিৎসা নেন। তার এমন বক্তব্যের কলরেকর্ড এ প্রতিবেদকের কাছে সংরক্ষণ রয়েছে।
এ বিষয়ে বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্কের প্রোপাইটার বহিষ্কৃত বিএনপি নেতা মিজানুর রহমান মিজানের মোবাইলে ফোন দেওয়া হলেও রিসিভ হয়নি। তাই তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেনের সরকারি মোবাইলে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
পরে এ ব্যাপারে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলামের মোবাইলে ফোন দেওয়া হলে তিনি বলেন, এ সংক্রান্ত বিষয়ে তিনি অবগত নন। থানায় পুলিশের ওপর হামলা করা হয়ে থাকলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।