Image description

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ক্রসিং এলাকায় এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে তার কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা ও কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম মো. দেলোয়ার হোসেন (৪০)। তিনি শিকলবাহা ক্রসিং এলাকার বাসিন্দা এবং আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারে বিকাশ ও মোবাইল লেনদেনের ব্যবসা পরিচালনা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বাজার থেকে ব্যবসা শেষে বাড়ি ফেরার পথে দেলোয়ার হোসেনকে পিছু নেয় দুর্বৃত্তরা। একপর্যায়ে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। মাটিতে লুটিয়ে পড়ার পর তার ব্যাগে থাকা নগদ সাড়ে ৩ লাখ টাকা ও বিকাশ-নগদের লেনদেনে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। দেলোয়ার হোসেনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 
এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক এবং ছিনতাই হওয়া টাকা ও মোবাইল উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।’