
ঠাকুরগাঁও রাণীশংকৈলে উপজেলার ভরনিয়া গ্রামে মধ্যরাতে প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া যুবকে ৫ লক্ষ টাকায় রফা দফা করলেন বিএনপি নেতা রাতের অন্ধকারে এক প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছে হানিফ নামে এক যুবক। এ ঘটনায় ৫ লাখ টাকা জরিমানার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হওয়ার অভিযোগ উঠেছে।
১৭ সেপ্টেম্বর বুধবার মধ্যরাতে রাণীশংকৈল উপজেলার ১ নম্বর ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া ভূতপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। প্রেমের কারণে ধরা পড়া যুবকের নাম মো. হানিফ (২৭)। তিনি ভরনিয়া শিয়ালডাঙ্গী গ্রামের আব্দুল সাত্তারের পুত্র।
১ নম্বর ধর্মগড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাত দেড়টার দিকে হানিফ ওই প্রবাসীর স্ত্রীর ঘরে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। এ সময় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফ প্রায় প্রতি রাতে ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে দেখা করতে আসতেন। তাদের অবৈধ সম্পর্কের বিষয়টি জানার পর স্থানীয়রা নজরদারি করতে শুরু করেন। বুধবার রাতে আবারও হানিফ প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করলে এলাকাবাসী তাকে সেখানে ধরে ফেলে।
এই ঘটনার পর, ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার আনুমানিক রাত ২টার দিকে গ্রামে সালিশের মাধ্যমে হানিফকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হানিফ রাজনৈতিক দলের নাম ব্যবহার করে এলাকায় নানা অপকর্মে জড়িত। সর্বশেষ প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার পরে ধর্মগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল তাকে ঘটনাস্থল থেকে নিয়ে গিয়ে ৫ লাখ টাকা জরিমানা আদায় করে মুক্তি দেন। এতে করে একটি বৃহত ঘটনার মুখোশ আড়াল হচ্ছে বলে স্থানীয়দের মনে হয়েছে, যা ভবিষ্যতে অন্যদেরও একই ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার সাহস দেবে।
এ বিষয়ে মন্তব্য করতে যোগাযোগ করার চেষ্টা করলে ধর্মগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জানান, বিষয়টির সমাধানের জন্য ফোনে আলোচনা করা সম্ভব নয় এবং এ সম্পর্কে সাক্ষাতে আলাপ করা হবে।