Image description
 

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ১২ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

গতকাল বৃহস্পতিবার বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ ভেতরে বড়লেখা উপজেলার বাতামোড়ল পান পুঞ্জি এলাকায় তাদের আটক করে।

 

আটককৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ৪ জন নারী ও ৫ জন শিশু রয়েছে।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, ভারতীয় ভূখণ্ড থেকে জোরপূর্বক পুশ-ইন করে রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠানো হয়। বিজিবি টহল দল তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে।

তিনি আরও জানান, আটককৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে বড়লেখা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।