Image description

আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ না দিলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ‘অন্তর্ভুক্তিমূলক’ হবে না বলে তুলে ধরার চেষ্টা করছে একটি মহল। তবে এবারের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মাধ্যমে তাদের সে মত ভুল প্রমাণ হয়েছে বলে মনে করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) যুগান্তরের সঙ্গে আলাপে এমন মন্তব্য করেন তিনি।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘ডাকসু নির্বাচনে ৭৮ শতাংশ ভোট পড়া প্রমাণ করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, জাতীয় পার্টি ছাড়াও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব।’

চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে পতিত আওয়ামী লীগ আবারো দেশের রাজনীতিতে ফিরতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ফিরে আসবে না। যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি। যদি আমরা সংকল্প নেই যে, আমরা গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধরে রাখব।’

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর উৎসবমুখ পরিবেশে অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন। এতে নিরঙ্কুশ জয় পেয়েছে ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এই প্যানেলের প্রার্থীরা ভিপি-জিএস-এজিএসসহ ২৮ পদের ২৩টিতে জয়লাভ করে।