Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে মাত্র ১ ভোট পাওয়া প্রার্থী রাকিবুল হাসান। ভোট কম পাওয়া নয়, মানুষের কৌতূহলের কেন্দ্রে রয়েছে তিনি নিজের ভোট নিজেকে না দিয়ে, দিয়েছেন অন্য এক প্রার্থীকে। অথচ, তিনিও পেয়েছেন ১টি ভোট, যেটি এসেছে বেগম রোকেয়া হল থেকে।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও সম্প্রতি ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী রাকিবুল হাসান জানিয়েছেন, তিনি জানেন না কে তাকে এই একটি ভোট দিয়েছেন। তবে সেই ভোট যে একজন নারী শিক্ষার্থীর কাছ থেকে এসেছে, সেটা জানার পর থেকে তাকে খুঁজে বেড়াচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তিনি লেখেন, ‘যদি তাকে খুঁজে পাই, তাহলে আমি তাকেই বিয়ে করতে চাই।’

তার এই পোস্ট ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই এই উদ্যোগকে মজার ছলে নিলেও, কেউ কেউ এটাকে রোমান্টিক বলেও মন্তব্য করেছেন।

রাকিবুল বলেন, ‘আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল একদিন ডাকসু নির্বাচনে অংশ নেব। এবার সেই সুযোগ এলো, আমি লড়লাম। জেতা-হারার হিসাব নয়, অংশগ্রহণটাই আমার কাছে বড়।’ তিনি আরও জানান, ভোট যেন বিফলে না যায়, নিজের ভোট নিজে না দিয়ে, সেটি দিয়েছেন একজন পছন্দের প্রার্থীকে।

ভিপি পদে এবারের নির্বাচনে লড়েছেন ৪৫ জন প্রার্থী। এর মধ্যে ২২ জনই পেয়েছেন ১০ ভোটের নিচে। রাকিবুল ছাড়াও আরও দুইজন প্রার্থী পেয়েছেন মাত্র ১টি করে ভোট; তারা হলেন মো. সুজন হোসেন ও রাসেল হক। এছাড়া ২টি করে ভোট পেয়েছেন মো. নাসিম উদ্দিন, মো. সোহানুর রহমান ও মো. হাবিবুল্লাহ।