
সিলেটের কোম্পানীগঞ্জে বহুল আলোচিত সাদা পাথর লুটের মামলার প্রধান আসামি ও উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি শাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
শনিবার রাত সোয়া ১১টার দিকে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শাহাব উদ্দিন পর্যটন কেন্দ্র সাদা পাথর থেকে বিপুল পরিমাণ পাথর লুটের ঘটনার অন্যতম মূল হোতা।
খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর পক্ষ থেকে গত ১৫ আগস্ট কোম্পানীগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই মামলায় এক থেকে দেড় হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।
র্যাবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শাহাব উদ্দিনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ ও কোতোয়ালি থানায় মোট সাতটি মামলা রয়েছে।
উল্লেখ্য, গত এক বছর ধরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হচ্ছিল। গণমাধ্যমে এই লুটের ভয়াবহ চিত্র উঠে আসার পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
পাথর লুটের বিষয়টি খতিয়ে দেখতে সরকার একটি আন্তমন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে। কমিটি এখনো তাদের প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেয়নি।