Image description

যুক্তরাষ্ট্রের জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নেতার স্বীকৃতি পেয়েছেন ইউনিভার্সিটি অব ইলিনয়েস আরবানা-শ্যাম্পেইনের (ইউআইইউসি) বাংলাযুক্তরাষ্ট্রের জাতীয় এআই নেতা বাংলাদেশি বিজ্ঞানী
দেশি বিজ্ঞানী ড. সৈয়দ বাহাউদ্দিন আলম। মার্কিন প্রেসিডেন্টের বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের ‘ন্যাশনাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকশন প্ল্যান ২০২৫’ কার্যক্রমে ইউআইইউসি-এর সরকারি প্রতিক্রিয়ার অংশ হিসেবে তাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

ড. সৈয়দ বাহাউদ্দিন আলম বর্তমানে ইউআইইউসি-এর গ্রেইঞ্জার কলেজ অব ইঞ্জিনিয়ারিং-এর নিউক্লিয়ার, প্লাজমা ও রেডিওলজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক। এই স্বীকৃতি উন্নত এআই গবেষণা ও যুক্তরাষ্ট্রের জাতীয় অগ্রাধিকারগুলোর মধ্যে শক্তিশালী সংযোগ স্থাপন করতে সাহায্য করবে।

ইউআইইউসি-এর পক্ষ থেকে হোয়াইট হাউসের বিজ্ঞান ও প্রযুক্তি নীতিমালা অফিসে পাঁচজন খ্যাতনামা অধ্যাপককে প্রস্তাব করা হয়, যার মধ্যে ড. আলমের পাশাপাশি রয়েছেন ন্যান্সি অ্যামাটো, বিল গ্রপ্প, ক্লারা নাহরস্টেড্ট ও অ্যানিতা নিকোলিচ। এর মধ্যে বাহাউদ্দিন আলমের অবদানকে বিশেষভাবে তুলে ধরেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সুসান মার্টিনিস। তিনি বলেছেন, এআই নীতি প্রণয়ন ও গবেষণায় সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন ড. সৈয়দ বাহাউদ্দিন আলম।

এআই’কে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, এনার্জি সিস্টেম এবং সাইবারসিকিউরিটির সঙ্গে সংযুক্ত করার ক্ষেত্রে বিশেষজ্ঞ বাংলাদেশি এ বিজ্ঞানী। তার দিকনির্দেশনা হোয়াইট হাউসের নীতি নির্ধারণে সহায়তা করবে, যাতে গুরুত্বপূর্ণ অবকাঠামো, বৈজ্ঞানিক গবেষণা ও জাতীয় নিরাপত্তায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে দায়িত্বশীলভাবে ব্যবহার করা যায়।

এছাড়া, ড. বাহাউদ্দিন আলম যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান, প্রকৌশল ও চিকিৎসা একাডেমির বিশেষজ্ঞ কমিটিতে এআই ফাউন্ডেশন মডেলস ফর সায়েন্টিফিক ডিসকভারি অ্যান্ড ইনোভেশন বিষয়ক পরামর্শক হিসেবেও নিযুক্ত আছেন। এই পদে তিনি বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনে এআই ব্যবহার সম্পর্কিত গুরুত্বপূর্ণ নীতিমালা ও দিকনির্দেশনা দেন।

জাতীয় এআই নেতার খেতাব পেয়ে বাংলাদেশি এ বিজ্ঞানী সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, আমার ক্যারিয়ারের এই পর্যায়ে এমন স্বীকৃতি আশা করি নি। আমি এই সম্মান আমার পরিবার, শিক্ষার্থী, পরামর্শদাতা ও সহকর্মীদের উৎসর্গ করছি।

শীর্ষনিউজ