Image description

ঢাকার আশুলিয়ায় গত বছরের ৫ আগস্ট ৬ জনকে হত্যার পর তাদের মরদেহ পোড়ানোর ঘটনায় মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। 

রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

সূচনা বক্তব্যে তাজুল ইসলাম দাবি করেন, তাদের হাতে অকাট্য তথ্যপ্রমাণ রয়েছে, যা দিয়ে পৃথিবীর যেকোনো আদালতে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা সম্ভব। আদালতে মরদেহ পোড়ানোর ভিডিও ফুটেজও দেখানো হয়।

প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় এক নারকীয় ঘটনা ঘটে। ওই দিন ৬ জনকে গুলি করে হত্যা করার পর তাদের মরদেহ একটি ভ্যানগাড়িতে তোলা হয়। পাশে থাকা মোটরসাইকেল থেকে পেট্রোল নিয়ে মরদেহগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রসিকিউশন জানায়, আগুন দেওয়ার সময়ও একজন জীবিত ছিলেন; তিনিও পুড়ে মারা যান।

শুনানির সময় ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান জানতে চান, সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার এই ট্রাইব্যুনালে হবে কি না। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এ ধরনের বিতর্ক তোলা অহেতুক।

এদিকে, জুলাই-আগস্টে কুষ্টিয়ায় ৭ জনকে হত্যার মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, হাসানুল হক ইনু ও আরও ৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা।