Image description

ইলোরা জামান (Elora Zaman)

হাসাও মাহমুদের একটি ভিডিও ফেইসবুকে ঘুরে বেড়াচ্ছে। সেখানে লোকটি বিএনপিকে ধন্যবাদ দিচ্ছে। আওয়ামী লীগকে ব্যান না করা, মুক্তিযুদ্ধকে ধারণ করা ইত্যাদির জন্য। আমি হাসিনা হলে ঠিক এ কাজটিই করাতাম হাসাওকে দিয়ে। পরে আসছি।
বিগত ফ্যাশিস্ট সরকারের মিথ্যুক মন্ত্রী পরিষদের মধ্যে সবচেয়ে বেশি মিথ্যুক আর ক্রিঞ্জ ছিলো হাসাও মাহমুদ। এই লোকটি অত্যন্ত ভাবলেশহীনভাবে অনর্গল নির্ভেজাল গা জ্বালানো মিথ্যে বলতে পারতো চেহারা পরিবর্তন না করে।
 
এমনকি সে একবার বলেছিলো অষ্ট্রেলিয়ায় নাকি লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত। লোকটি জানে তার এই কথা অষ্ট্রেলিয়ার লোকজন দেখবে, সে একটি দেশের ফরেইন এফেয়ার্সের মন্ত্রী। তবুও সে এরকম কিছু কথা বলতো। এটাকে হাসিনা রেখেছিলো শুধুমাত্র এই কাজই করতে।
 
সে বলেছিলো, বিএনপি নেতারাই খালেদাকে জেলে রাখতে চায়, খালেদার কিছু হলে বিএনপি নেতারাই আসামী হবে, খালেদা জিয়ার স্বভাব-চরিত্রে ইসলামের লেবাস পর্যন্ত নাই, খালেদা হইলো আগুণ ও পেট্রোল বোমার নেত্রী, খালেদা জিয়া সুস্থ হওয়ায় বিএনপি নেতারা অসুস্থ, মুক্ত খালেদার চেয়ে বন্দী খালেদা বেশি সুস্থ, খালেদার চুলই উড়ে যাবে, খালেদা বিএনপিকে ছাড়লেও জামাতকে ছাড়বে না, আসল জঙ্গি খালেদা জিয়া।
 
এরকম হাজার হাজার বক্তব্য সে দিয়েছে মিসেস জিয়ার বিরুদ্ধে। আগেই বলেছি, এটাই তার চাকরি ছিলো হাসিনা কেবিনেটে।
আমি যদি হাসিনা হতাম তবে এই গোয়েবলসকে কাজে লাগাতাম। বিএনপি সম্পর্কে প্রচুর ভালো ভালো কথা বলাতাম এ মুহুর্তে, পতনের পর, যখন জামায়াতের এক নম্বর শত্রু বিএনপি। অনলাইনে।
 
তখন আমাদের যে প্রচুর গিয়ানী বুদ্ধিমান জ্ঞান ফলাতে ফলাতে ভুরু কুঁচকে যাওয়া রাজনীতি বিশারদ আর ফেবুর শার্লক হোমসরা আছেন তারা বিএনপির সাথে আঁতাত সূত্র খুঁজে পেতো লীগের। বিএনপি ঠিক কি ভরসা দিয়েছে আওয়ামীলীগকে যে ভরসায় আওয়ামীরা এত ধন্যবাদ দিচ্ছে বিএনপিকে?
নিশ্চই কোনো ভরসা দিয়েছে!
আমি নিশ্চিত, হাসিনা যদি বার্তা দেয় বিএনপি খুব ভালো একটি ছেলে তাহলে আগামীকালই এই বিজ্ঞ পন্ডিতেরা ধরে নেবে বিএনপির সাথে হাসিনার আঁতাত হয়ে গেছে। ফ্রীতে বুদ্ধি দিলাম, কাজে লাগিয়ে দেখতে পারে৷ যেমন লাগাচ্ছে হাসাও মাহমুদ। একদম লক্ষ্যবস্তুতে হানবে।
 
বিএনপি বিরোধীরা লুফে নিয়ে বিএনপিকে ধরাশায়ী করে দেবে৷ হাসিনা তখন হয়ে উঠবেন একজন সহজ সরল আলাভোলা মা জননী, যার কথায় কোনো চাতুর্য থাকতে পারে না। যেমন হাসাও মাহমুদ আজ তাদের কাছে এক্কেবারে শ্রীমতী সরলা বিশ্বাস৷