
যশোরের শার্শা উপজেলায় অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা চালানোর সময় দুই নারী ও দুই পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে গোগা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে কয়েকজন নারী-পুরুষ পাসপোর্ট ও ভিসা ছাড়া সীমান্ত অতিক্রমের চেষ্টা করবে। এ তথ্যের ভিত্তিতে গোগা ক্যাম্পের টহলদল সীমান্তে অবস্থান নেয়। পরে ভারত প্রবেশের চেষ্টা করার সময় চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, যশোরের অভয়নগর থানার বর্ণিমালাধরা গ্রামের কামরুল মোল্লার ছেলে মিঠু মোল্লা (৩২), একই থানার পাতালিয়া গ্রামের মৃত আহমদ সরদারের ছেলে মিজানুর সরদার (৪৫), যশোর কোতোয়ালি থানার বলডাঙ্গা গ্রামের সরোয়ার বিশ্বাসের মেয়ে শাপলা খাতুন (২৩) এবং পিরোজপুরের নাজিরপুর থানার চরখোলা গ্রামের রতন খলিফার মেয়ে সুমি আক্তার (২৪)।
আটকের সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বলেন, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।