Image description

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, ততোই বাড়ছে নাটকীয়তা। নির্বাচন নিয়ে ইতিমধ্যে ছাত্রদল, ছাত্রশিবির সমর্থিতসহ ৯টি প্যানেল গঠন হয়েছে। সাবেক সমন্বয়কদের একাংশের নেতৃত্বে গঠন হয়েছে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ নামের একটি প্যানেল। এ প্যানেল ঘোষণার দুদিনের মাথায় হঠাৎ সরে গেছেন মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী ও স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি ফাহির আমিন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।  প্যানেল থেকে সরে যাওয়ার বিষয়ে জানতে চাইলে ফাহির আমিন বলেন, ‘আমি মূলত ব্যক্তিগত ও পারিপার্শ্বিক কারণে স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি এবং প্যানেল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছি। বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছি। শিক্ষার্থীদের অধিকারভিত্তিক সংগঠন স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের রানিং সভাপতি হিসেবে আছি।’ 

ফাহির আমিন আরও বলেন, ‘এখন নির্দিষ্ট একটি প্যানেলে নির্বাচন করলে সামগ্রিকভাবে বিতর্কিত হওয়ার সম্ভাবনা থাকে। সে জায়গা থেকে আমার মনে হলো স্বতন্ত্র থেকেই আমার নির্বাচন করা উচিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে তারা সমর্থন দেবে। এতে ভালো কিছু হবে বলে আশা করি।’

প্রসঙ্গত, দীর্ঘ ৩৫ বছর পর আগামী ২৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে।