Image description

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে ভিপি পদে অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ রায়ের বিরুদ্ধে চেম্বার আদালতে বিকেলে শুনানি হবে বলে জানা গেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, ‘আমরা হাইকোর্টের আদেশের বিপক্ষে চেম্বার আদালতে আপিল দায়ের করেছি। আজকে বিকেলে শুনানি হবে।’

প্রসঙ্গত, আজ দুপুরে জাকসু নির্বাচনের সহসভাপতি (ভিপি) পদে নির্বাচনে অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। অমর্ত্যের রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মানজুর আল মতিন পিতম।