Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে পর্যবেক্ষক টিম বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) জানিয়েছেন এখন পর্যন্ত কারচুপির মতো কোন ঘটনা তাদের চোখে পড়েনি। আজ মঙ্গলবার (৯ আগস্ট) ডাকসু নির্বাচন পর্যবেক্ষণের সময় সাংবাদিকদের এ কথা বলে সংগঠনটির পর্যবেক্ষক টিম। 

কারচুপির মত কোনো ঘটনা চোখে পড়েছে কী না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) এর পর্যবেক্ষক টিম জানায়, এখন পর্যন্ত কারচুপির মতো কোন ঘটনা আমাদের চোখে পড়েনি। কেউ হয়ত, অভিযোগ করতে পারেন, দুয়েকটা ছোটখাটো বিষয়ে অভিযোগ করেছে, তখন দেখললাম তাদেরকে বের করে দেওয়া হচ্ছে।

পর্যবেক্ষক টিম জানায়, অত্যন্ত সুশৃঙ্খলভাবে, নিয়মতান্ত্রিকভাবে ও উৎসবমুখর পরিবেশে ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কিছু জায়গায় কেন্দ্রের কিছু অসুবিধা আছে, যেমন দীর্ঘ লাইন, মেয়েদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে, রোদ-গরম, এরপরেও খুবই আনন্দমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভোট প্রদান করছেন। গরমের কারণেই কয়েকটি কেন্দ্রের পরিবেশ অসহনীয়, এ অবস্থাকে উপেক্ষা করে কিন্তু শিক্ষার্থীরা ভোট প্রদানের আগ্রহ নিয়ে দাঁড়িয়ে রয়েছে।

ইউটিএল’র পর্যবেক্ষক টিম আরও জানায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অত্যন্ত ধৈর্য্যসহকারে নিয়মতান্ত্রিকভাবে ভোট গ্রহণ করছেন। ব্যত্যয় তেমন কিছু নেই, তবে কিছু কিছু জায়গা আছে, যারা নিয়মবহির্ভূতভাবে কেন্দ্রে ঢুকে যাচ্ছে, আমরা দেখেছি প্রক্টরিয়াল টিম সহ অন্যরা তাদের বের করে দিচ্ছেন। পর্যবেক্ষক কার্ড ভিন্ন ব্যবহার দুয়েকজন কেন্দ্রে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। আইনশৃঙ্খলাবাহিনী, প্রক্টরিয়াল টিম সহ অন্যান্যরা নির্বাচনটা সুন্দর করার যে প্রচেষ্টা তা অত্যন্ত আশাব্যঞ্জক। 

প্রসঙ্গত, ডাকসু নির্বাচন আজ মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ৮টা থেকে শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে ৮টি কেন্দ্রে বিকেল ৪টা পর্যন্ত। ডাকসুর জন্য পাঁচ পাতার ব্যালট ও হল সংসদের জন্য থাকবে এক পাতার ব্যালট। সব মিলিয়ে একজন ভোটারকে ভোট গুনতে হবে ছয় পাতার ব্যালটে। এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন।