
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ উদ্দিন খান বলেছেন, ‘আমি সবাইকে নিয়ে চলতে চাই। আমি কোনো রাজনৈতিক দলের আনুগত্যশীল নই।’
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভোট গ্রহণ শেষ হওয়ার পর বিভিন্ন অভিযোগ নিয়ে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে কথা বলতে গেলে তিনি এ কথা বলেন।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জামায়াতের প্রতি দুর্বল এবং জামায়াত দ্বারা নিয়ন্ত্রিত।
নিয়াজ উদ্দিন খান বলেন, ‘জামায়াতের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে আমরা চেষ্টা করছি। সাদিক কায়েম, হাসনাত, সারজিসের রাজনৈতিক পরিচয় জানা ছিল না।
তিনি বলেন, ‘সব অংশীজনের মতামতকে সম্মান জানায়। জামায়াত ইসলামী নয়; কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার কোনোদিন কোনো সম্পর্ক ছিল না।
এসময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির উপাচার্যকে প্রশ্ন করে বলেন, ‘জামায়াতের লোকজন প্রবেশপথগুলোতে সকাল থেকে লোক জমায়েত করেছে। এটি নির্বাচনে প্রভাব পড়েছে। এর ব্যবস্থা কেন নেওয়া হয়নি?’
উত্তরে অধ্যাপক ড. নিয়াজ উদ্দিন খান বলেন, ‘বিশৃঙ্খলা এড়াতে আমরা পূর্ণ সচেতন আছি।
এসময় ঢাবি ট্রেজারার অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘মির্জা আব্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসেছে এটি ভুল তথ্য। যারা মিথ্যা বলছে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক।’