
সাবেক সচিব ভূঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চত করেন।
এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এর আগে গত রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।
শীর্ষনিউজ