Image description
 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনী সময়কালে (৮-১০ সেপ্টেম্বর) ক্যাম্পাসে কেউ বৈধ বা লাইসেন্সধারী অস্ত্র বহন করতে পারবে না। এ নিষেধাজ্ঞা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য প্রযোজ্য নয়; তারাই কেবল অস্ত্র বহনের অনুমতি পাবেন।

 

ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়েছে। কেউ নিয়ম ভঙ্গ করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

নির্বাচন উপলক্ষে ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশপথগুলো (যেমন: শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বর, ফুলার রোড ইত্যাদি) সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারীরা প্রবেশ করতে পারবেন।

 

৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। ৮টি কেন্দ্রে ভোট দেবেন শিক্ষার্থীরা। একজন ভোটারকে ৪১টি পদের জন্য ভোট দিতে হবে—এর মধ্যে ২৮টি পদ কেন্দ্রীয় সংসদের এবং ১৩টি হল সংসদের অন্তর্ভুক্ত।