
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাসুম আহমেদের বাবা আক্কাস আলী অভাবের তাড়নায় সিকিউরিটি গার্ডের চাকরি করছেন। ছেলে নাসুমের সঙ্গে চার বছরের বেশি সময় ধরে যোগাযোগ না থাকার কারণে তিনি বাধ্য হয়ে মাসিক ৮ হাজার টাকার বেতনে হাউজিং এস্টেটে নিরাপত্তারক্ষীর দায়িত্ব পালন করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন সংবাদ ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন নোটিজেনরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেট ভক্ত, সমর্থকরা নানা ধরনের মন্তব্য করেন, মাতেন সমালোচনায়। অনেকেই প্রশ্ন তোলেন, কেন বৃদ্ধ বয়সে এসে দ্বিতীয় বিয়ে করেন নাসুমের বাবা আক্কাস আলী। সেই প্রশ্নের উত্তর দিয়েছেন নাসুমের বাবা নিজেই।
কালবেলাকে তিনি বলেন, ‘দ্বিতীয় বিয়া করা কি আমার অপরাধ হইছে। আমি তো কেউর সম্মান বাড়ায়ও নাই, কমাইও নাই। কষ্টডা হয়ছে আমি যে বিগত চার বছর ধইরা বাইরে আছি।’
আক্ষেপের সুরে আক্কাস আালী বলেন, ‘তুমি যখন দেখছো বাবা এখানে চকিদারি কাজ করতেছে তুমি দুইজন মানুষ নিয়ে আসো নাই কেন। আইসা বলো নাই কেন, বাবা তোমাকে আমি ভরণপোষণ করতেছি তুমি কেন এই চাকরি নিছো। এটা কি আমার অপরাধ। এই সময় কি আমি পারতাম তারে জবাব দিতাম।’
চার বছর আগের ঘটনা তুলে ধরে তিনি বলেন, একদিন দুপুরে খাবার নিয়ে আলোচনার একপর্যায়ে নাসুম রেগে আমাকে বলে, ‘তোমারে কে দিছে জায়গা, কে বলছে থাকতে।’ তারপর থেকেই আমি ঘর ছেড়েছি।